"সিরিয়া থেকে বলছি…"
"সিরিয়া থেকে বলছি…"
বুলেট, বেয়নেট, বিস্ফোরণের শব্দে ভরা
সিরিয়া থেকে বলছি—
সকালের সূর্য যেখানে ঢাকা পড়ে বোমার ধোঁয়ায়,
আর বাতাসে ভাসে বারুদের টাটকা গন্ধ,
বহুদিন যেখানে যায়নি দেখা নীল রঙের আকাশ...
মেয়েদের আকাশ ছোঁয়ার স্বপ্ন সেখানে
আটকে থাকে জানালার গরাদে;
প্রেম কারফিউ-এর জালে বন্দি,
যেখানে কামান, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়
ভয়হীন ভোর আর জ্যোৎস্না-রাতের অলীক ছবি।
তবুও সাহস ক'রে আশা রাখি,
একদিন বন্দুকের বদলে সবার হাতে থাকবে বই,
গুলিবৃষ্টি নয়;বৃষ্টি শেষে ইন্দ্রধনুতে সাজবে সিরিয়া।
রঙ-তুলি নিয়ে রাস্তায় বেরোবে শিশুরা—
ঘরে ঘরে শোনা যাবে বান্দুরার মূর্ছনা।
হ্যাঁ, আমি সিরিয়া থেকেই বলছি...
