"বার্ধক্যের শরৎ" (শরৎকাল)
"বার্ধক্যের শরৎ" (শরৎকাল)


একটার পর একটা শরৎ আসে—
পঞ্জিকা মেনে মা আসেন, সাথে পেঁজা তুলোর মেঘ, নতুন জামা,
গোছায় গোছায় কাশফুল, ঢাকের বাদ্যি, আলোর রোশনাই…
আর বয়সের খাতায় যোগ হয় একটা করে বছর।
আবছা হতে থাকে সবকিছু—
ভোরের শিশির এসে মুছিয়ে দিয়ে যায় গত বছরের জমানো শোক,
স্মৃতির পাতা ভারী হতে থাকে,
ম্লান হয়ে যাওয়া পুজোর আনন্দ শ্বাস নেয় সন্ধিক্ষণে,
কুঁচকে যাওয়া চামড়ার সাথে আলাপ জমায় সদ্যোজাত,
বিসর্জনের বিষাদ মনে করায় আগামীর প্রতীক্ষা…
শরৎ আসে কালের নিয়ম মেনেই
শ্রীরামচন্দ্রের অকাল বোধনের সাক্ষী হয়ে,
দুর্গতিনাশিনী-কে সাথে নিয়ে।