STORYMIRROR

SUPRIYA MANDAL

Abstract Inspirational Others

3  

SUPRIYA MANDAL

Abstract Inspirational Others

স্বপ্ন পাতা

স্বপ্ন পাতা

1 min
179


চায়ের কাপে আলতো চুমুক, অবাধ্য মন ভিন্ পাড়াতে;

একাকীত্ব সঙ্গী খোঁজে, বাড়িয়ে হাত অন্য হাতে।


ঘুম নেমেছে শ্রান্ত চোখে, স্বপ্ন নিয়ে সাজছে পসার;

বিকিকিনি চলছে ভালই, কিনছে সবাই স্বপ্ন আশার।


ঘরগুলো সব তাসের দেশের, ভাঙলে ভেঙো সংগোপনে;

চেনা মুখ অচেনা ভীষণ, মেকি হাসি ঠোঁটের কোণে।


মফস্বলের অলিগলি, সব হারিয়ে স্মৃতি যাপন;

ব্যস্ত পথে সময় দামি, বয়স বেড়ে কাব্য বপন।


অদৃশ্য আজ তরু সারি, মুখ তুলেছে অট্টালিকা;

সম্পর্কের হিসেবে ভারি, যৌথ ছেড়ে সবাই একা।


কড়িবরগা গুনছে প্রহর, বন্দি হওয়ার অভিপ্রায়ে;

ঊর্ণনাভ জাল বুনেছে পরিত্যক্ত হৃদয় গায়ে।


জমছে ধুলো, বাড়ছে পারদ, বিস্মৃতিরই শেষ বেলাতে;

জ্যোৎস্নালোকের ভুলের মাশুল, রাত ফুরোলেই দিনের খাতে।


ঐতিহাসিক দলিল খুঁড়ে, বিধান যাদের শক্ত প্রাণে;

তর্কশাস্ত্রের পুঁথি প'ড়ে, বলতে পারবে প্রেমের মানে?


মিছিল বুকে শহর হাঁটে, রাত-বিরেতে কার্ফু হানা;

দৃপ্ত চোখের উপহারে সাঁঝ-বিকেলের হাসনুহানা।


নিরুদ্দেশের হলদে চিঠি, ডাকবাক্সের গোপন খামে;

বুক পকেটে স্বপ্ন নিয়ে, ফিরতি ট্রেনে ভিজছে ঘামে।


জীবন জুড়ে বেখেয়ালি রঙিন সুরের ছন্দ বোনা;

অপেক্ষাতে বাকি আছে দিন বদলের গল্প শোনা।


মন কুঠুরির দ্বন্দ্ব-দ্বিধা, সরিয়ে শ্রাবণ রোদ উঠুক;

অভিমানী সোহাগ মেখে, চোখের তারায় স্বপ্ন বাঁচুক।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract