শূণ্য মহানগরী
শূণ্য মহানগরী


আমার প্রতিটি নিঃশ্বাসে
আর তোকে ফিরে পাওয়ার অন্ধবিশ্বাসে,
শরীরের প্রতিটি রোমকুপে
whatsapp হোক বা facebook-এ,
বারবেলায় চিলেকোঠার ছাদে
সিগারেটের ধোঁয়ায় কিংবা অবসাদে,
রাতজাগা বই-এর নিঃসঙ্গতায়
বা ব্যর্থতার চিরাচরিত স্বার্থপরতায়,
দূষিত রক্তভরা ধমনিতে
বা কোলাহলযুক্ত এ শহরতলিতে,
গঙ্গাপারের আনমোনা এক বিকালে
পড়ন্ত রোদের মায়াবী ইন্দ্রজালে,
সন্ধ্যের হ্যালোজেনের আলোতে
ফাঁকা রাস্তা বা অন্ধকার অলিগলিতে,
বেঁচে আছি আমি আজও
আমার এই শূণ্য মহানগরীতে।।