STORYMIRROR

Sahel Ghosh

Romance

2  

Sahel Ghosh

Romance

শূণ্য মহানগরী

শূণ্য মহানগরী

1 min
903


আমার প্রতিটি নিঃশ্বাসে

আর তোকে ফিরে পাওয়ার অন্ধবিশ্বাসে,

শরীরের প্রতিটি রোমকুপে

whatsapp হোক বা facebook-এ,

বারবেলায় চিলেকোঠার ছাদে

সিগারেটের ধোঁয়ায় কিংবা অবসাদে,

রাতজাগা বই-এর নিঃসঙ্গতায়

বা ব্যর্থতার চিরাচরিত স্বার্থপরতায়,

দূষিত রক্তভরা ধমনিতে

বা কোলাহলযুক্ত এ শহরতলিতে,

গঙ্গাপারের আনমোনা এক বিকালে

পড়ন্ত রোদের মায়াবী ইন্দ্রজালে,

সন্ধ্যের হ্যালোজেনের আলোতে

ফাঁকা রাস্তা বা অন্ধকার অলিগলিতে,

বেঁচে আছি আমি আজও

আমার এই শূণ্য মহানগরীতে।।


Rate this content
Log in

Similar bengali poem from Romance