শূণ্য গর্ভের উপাখ্যান
শূণ্য গর্ভের উপাখ্যান
1 min
491
গর্ভ জানে ধারণের মানে,
প্রতিটা তৃষ্ণার্ত চাতক প্রতিটা পথচলতি ঘাতক
প্রতিটা মাটি প্রতিটা শুষ্ক-মেঘ জানে পিপাসার মানে,
তুমিতো সেই কবে থেকে সুধাস্নাত, হে ক্লান্ত পথিক
সেই কবে থেকো নিঙড়ে নিচ্ছ আমার স্নেহরস,
তবে আজ এই অসময়ে এই অকালের ক্ষনে
কেন এমন নিষ্ঠুরতা বলে যাও,
জানো না কি, মাতৃস্তন শুকনো হলে
নবজাতকের শুষ্ক ঠোঁটে মৌমাছির বসবাস,
হে আমার একশো কোটি সন্তানের দল,
হে আমার স্নেহের ফসল
স্থিতধী হও,
নয়তো বা ইতিহাসের পাতায় লিখে রাখো নাম,
পৃথিবীর শেষতম অধিবাসী হবে বলে....