শুভ কামনা
শুভ কামনা
মানুষের জীবনে শুভ চিন্তার ভুমিকা,
যেন অনেকটা পিপাসার্তের কাছে নির্মল জল !
যা সদা সর্বদা দেয় শুধুই সুফল ।
সরাসরি অনেকের উপকার করা,
কারোর পক্ষেই হয়তো সম্ভব নয় !
কিন্তু হোক না মনে মনে, তবু শুভকামনা করা
এটা তো খুব সহজেই সম্ভব হয়।
এমনিতেই পানীয় জল দান করা ভালো,
না, কোনো পূণ্যের লোভে নয়।
জলের অপর নাম জীবন, জলেই বাঁচে সকল প্রাণ,
জলদান মানে তাই বলা চলে জীবনদান।
শুভ চিন্তাকে পাথেয় করে বাড়ানো যায় নিজের মান,
শুভকামনা করতে গিয়ে ভুলতে হয়,
রাগ, দ্বেষ অথবা যদি থাকে কোনোরকম অভিমান।
শুধু নিজের, পরিবারের লোকজন বা বন্ধু-বান্ধব নয়,
সকলের জন্যেই শুভ চিন্তা করতে হয়।
এমনকি গাছপালা, নদীনালা, সমস্ত প্রকৃতি
পশু-পাখি কাউকেই বাদ দিয়ে নয়।
মানুষের জন্ম নিয়ে, মিলেছে তো বিশাল হৃদয় !
ভগবান সহ সব কিছুই এঁটে যায় এই হৃদয় মন্দিরে,
মনটা তো সকল আতুরকে ভালোবাসার তরে,
একটু যত্নে যদি কোনো প্রাণ বেঁচে যায়, কেন নয় ?
এ জগৎ যাচে আজ কিছু সৎ প্রাণ, সাহসী হৃদয়,
যারা পারবে হাল ধরতে কঠিন হাতে,
যদি না বলে কয়ে আসে হঠাৎ করেই কোনো প্রলয়।
তার সাথে চাই শক্তি হিসেবে, সকলের শুভ চিন্তা,
আমার তো এ কথাটাই ভীষণ সত্যি বলে মনে হয় ।
