STORYMIRROR

Saibal Ray

Action Classics Inspirational

5.0  

Saibal Ray

Action Classics Inspirational

শুভ জন্মদিন কলকাতা

শুভ জন্মদিন কলকাতা

1 min
252


অনেক গল্প তোমার নামে। 

নবাব আমল। আলীনগর। 

কোম্পানি দেখল এসে

তিনটি সবুজ গ্রামের বহর। 

সুতানুটি, গোবিন্দপুর আর কলিকাতা

মিলেমিশে হয়ে গেল নগর ক্যালকাটা। 

সাবর্ণ চৌধুরী বেচলেন তিন গ্রাম। 

জব চার্নক এক চাষীকে

শুধোলেন তার নাম। 

সাহেবের ইংরেজি ভুল বুঝল চাষী। 

ভাবল সাহেব জানতে চান 

ধান তার কবে কাটা। 

এই ভেবে সে অকপটে বলল 'কাল কাটা'। 

সেই থেকে তিন গ্রাম মিলে 

হল 'ক্যালকাটা'। 

এমন আরও গল্প আছে

খুঁজলে তুমি পাবে। 

কেউ বলে কালীর দেশ

ছিল কালীক্ষেত্র নামে। 

কেউ আবার বলে এ গ্রাম

ছিল খালের ধারে তাই

এমন নাম হয়েছে যা

মেনেছে সবাই। 

আবার শোনা যায় এ নাম

এসেছে কিলকিলা থেকে। 

কিলকিলা মানে সমতল

যা এ শহর আসলে। 

কথিত আছে কালি মানে চুন

আর কাটা মানে পোড়া শেল। 

যুদ্ধ, ব্যবসা মিলিয়ে মিশিয়ে

এ বসতি দেখাত খেল।

এসব শুনে হতভম্ব হয়ে

হাইকোর্ট দিল রায়। 

জন্মলগ্ন নেই কোন কারণ

তা খুঁজে পাওয়া দায়। 

এরপর কেউ ডাকল 

তিলোত্তমা বলে। 

কেউ বা বলল সিটি অব জয়

এই কলকাতাকে। 

এশহর দিয়েছে মণীষী। 

দিয়েছে কালজয়ী মিছিল। 

এশহর যুগে যুগে যুগিয়েছে

আনন্দ অনাবিল। 

কোনদিনই তাই শোধ করা

যাবে না তার ঋণ। 

পালিত হোক সগৌরবে

এ শহরের জন্মদিন। 

            

            


Rate this content
Log in

Similar bengali poem from Action