STORYMIRROR

Saibal Ray

Abstract Fantasy

5.0  

Saibal Ray

Abstract Fantasy

ধ্রুবতারা

ধ্রুবতারা

1 min
425

অনন্তের মাঝে একলা প্রাণ। 

দূর আকাশে ধ্রুবতারা 

জ্বলতে থাকে অমাবস্যার রাতে। 

ঝিঁঝিঁ পোকা ডেকে চলে অবিরত। 

মৃদুমন্দ বাতাস এসে ধাক্কা মারে শরীরে। 

অদ্ভুত প্রশান্তি রাতের অন্ধকারে। 

শান্ত সবুজ এখন অন্ধকার। 

তবু মন বসে থাকে নদীর ধারে। 

অদূরে জঙ্গল। মাঝে বালুচর। 

চাঁদের অভাব মেটায় উন্মুখ স্মৃতি। 

একা প্রাণ ডুব দেয় রাতের নদীতে। 

ভিজে যায় অঙ্গপ্রত্যঙ্গ। 

হালকা শরৎশীতল হাওয়া। 

নিশ্চুপ জঙ্গলের নির্ভেজাল রহস্যমায়া

ঢেকে দেয় উন্মুক্ত অঙ্গ। 

সময় হারিয়ে যায় ব্রহ্মাণ্ডে। 

অনন্তের মাঝে নগন্য প্রাণ অপেক্ষারত অবকাশের। 

দূর আকাশে স্থির ধ্রুবতারা। 

মহাকালের নৈঃশব্দে ঝিঁঝিঁ পোকার আর্তনাদ। 

অমাবস্যার অন্ধকার ভালোলাগে। 

সুদূর আকাশে ধ্রুবতারা কথা বলে। 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract