STORYMIRROR

Saibal Ray

Action Fantasy Others

4.0  

Saibal Ray

Action Fantasy Others

চমৎকার

চমৎকার

1 min
247

 এক যে ছিল শুয়ার। 

দেখতে চমৎকার। 

মুখটি গোলাকার। 

ভাবত তার বাপ

কলকেতার জমিদার। 

একদিন সেই দম্ভে

সে করল চিৎকার। 

দুটো কুকুর সাথ দিল

ভাবল চমৎকার। 

ভারী হল দল। 

চেঁচাল চারবার। 

বলল আমরা কলকেতার। 

বাকিরা অনাচার। 

বিরক্ত হয়ে একজন গিয়ে

ধরল সেই শুয়ার। 

কেটে কুটে ছাল ছাড়িয়ে

রাঁধল জমিয়ে। 

নিজেরা খেল। 

দিল সেই কুকুর দুটোকে। 

কুকুরদুটো চেটেপুটে খেয়ে

বলল চমৎকার। 



Rate this content
Log in

Similar bengali poem from Action