STORYMIRROR

Saibal Ray

Romance Tragedy Fantasy

4.0  

Saibal Ray

Romance Tragedy Fantasy

এলোমেলো

এলোমেলো

1 min
216

অস্পষ্ট বাকরুদ্ধ সময়। 

অনাবৃষ্টির পর বৃষ্টিময় শীতল হাওয়া। 

বুকের ভেতর জমে থাকা কথা 

জমতে জমতে ধূসর। 

এক পাহাড় ভালোবাসা নীরব নিথর। 

পাথরের বুকে শিলাবৃষ্টি। 

বিলুপ্ত স্মৃতির অনাসৃষ্টি। 

আদিমতার অকৃত্রিম অনুভূতি। 

হৃদসমুদ্রে সুবাস মন্থন আর

নয়নতারার নীরব জ্যোতি। 

দিবালোকে অবয়বের অপেক্ষা। 

দৃষ্টিতড়িতের হৃৎপিন্ডে ছ্যাঁকা। 

মৃদু আভরণ ঘনরঙে মোড়া

দন্ডায়মান সিত চেতনা। 

শব্দের পর শব্দ নীরব। 

ভূলুণ্ঠিত স্বচ্ছ স্বরব। 

উড্ডীয়মান উদাসী হাওয়ায়

নির্বিকার আদিম হরফ। 

      



Rate this content
Log in

Similar bengali poem from Romance