নির্বিকার
নির্বিকার


ফুল ফোটে। গন্ধ বিলায়। ঝরে পড়ে অবশেষে।
মৌমাছিরা উড়ে বেড়ায় মধু নিয়ে যায় দশে।
নদী বয়ে যায় পাহাড় থেকে সাগরের অভিমুখে।
জীবন ঘটে। জীবন ছোটে নীরব সুখে-দুখে।
কলতানে স্বপ্ন বাড়ে আঁধার কুয়াশায়।
জানালা দিয়ে চেয়ে থাকে মন নিশ্চুপ ভাবনায়।
প্রান্তর ওই দিগন্তে আকাশে মিলিয়ে যায়।
ভাঙা-গড়ার খেলা চলে কালের সীমানায়।
নীল আকাশের ওই পাড়েতে মহাশূন্যের দেশ।
নক্ষত্রপুঞ্জমাঝে শেষ স্বপ্নের রেশ।
স্বপ্নপুরে ভেসে যায় প্রাণ রামধনুর ভেলায়।
স্বপ্নের দেশ কাছে ডাকে সুখের আঙিনায়।
© শৈবাল রায়