STORYMIRROR

Saibal Ray

Abstract Tragedy Inspirational

4.0  

Saibal Ray

Abstract Tragedy Inspirational

অবসাদ

অবসাদ

1 min
217

মৃত্যুমুখী যাত্রা আমার অনন্তের মাঝে।

ছেলেবেলার জীবনানন্দ ধমনীতে বাজে। 

জীবনবিলাস সবুজঘাসে শুয়ে শুয়ে ভাবে। 

জগতের বঞ্চনা অসহ্য অনুভবে। 

চাওয়া পাওয়ার চক্রান্ত শহরের বুকে। 

উন্নাসিক কীটপতঙ্গ ভনভন করে। 

রক্তাক্ত হৃৎপিণ্ড ধ্বংসস্তূপের ওপর

যন্ত্রনায় অবসাদে ছটফটিয়ে মরে। 

কালো আকাশে তবু চাঁদ আজও উজ্জ্বল। 

চোখের থেকে গড়িয়ে পড়ে নিঃসঙ্গ জল। 

জোট বাঁধে চতুর্দিকে রক্তচোষার দল। 

কালো আকাশে তবু চাঁদ আজও উজ্জ্বল। 

জোট বাঁধে অর্বাচীন আর কুলাঙ্গার। 

ঢেউ ওঠে সাগরমাঝে। সময়ের হাহাকার। 

উত্তাল রক্ত ছোটে শিরায় উপশিরায়। 

তীব্র ঘেন্না জমে থাকে সময়ের ইশারায়। 

শয়তানেরা ঘুঁটি সাজায় মসনদে বসে। 

সময় হাসে ঘেন্না ছেটায় শয়তানের মুখে। 

মৃত্যুমুখী যাত্রা আমার অনন্তের মাঝে।

ছেলেবেলার জীবনানন্দ ধমনীতে বাজে। 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract