অন্য আকাশ
অন্য আকাশ
একটা অন্য আকাশ খুঁজছি।
যে আকাশে প্রেম ছিল তা আজ বড্ড মলিন।
মেঘ করেছে।
সূর্যের আভা থাকলেও জ্যোতি নেই।
হারিয়ে গেছে সেই আকাশ
যে আকাশে বয়সকালের স্বপ্ন ছিল।
হারিয়ে গেছে সেই আকাশ
যে আকাশে যৌবনের স্বপ্ন ছিল।
সময়ের জটিল বাঁকে একাকীত্বের অভ্যেস
আঁকড়ে ধরেছে আমায়।
ভাল আছি আপাতত।
আকাশময় ঘন কালো মেঘ।
বিদ্যুতের ঝলক আছড়ে পড়ে বুকে।
চিনচিন ব্যথা হৃৎপিন্ডে।
মহাকালের গহ্বর থেকে নিঃসৃত হয় অনিশ্চয়তা।
তাই, একটা অন্য আকাশ খুঁজছি -
একটা সুনীল উজ্জ্বল নির্মেঘ আকাশ।
অনন্তে বিলীন হবার আগে একটিবার
উড়ে যেতে চাই সেই আকাশের বুক চিরে।
একটা অন্য আকাশ খুঁজছি।
যে আকাশে প্রেম ছিল তা আজ বড্ড মলিন।

