STORYMIRROR

Saibal Ray

Abstract Tragedy Others

4.0  

Saibal Ray

Abstract Tragedy Others

মোক্সা

মোক্সা

1 min
299

পেছনে ফোস্কা। নাম তার মোক্সা।

রাজপথ গরম। উত্তাপ চরম। 

বাছাধন যত, মলমায় ক্ষত। 

ধরে থাকা দায়। পশ্চাৎ কামড়ায়। 

চলছে না কায়দা। চেঁচাচ্ছে রায়দা। 

চেঁচাচ্ছে বেকার। চিলচিৎকার। 

প্রজন্মের হত্যা। সকলে বোঝে তা। 

পশ্চাতে ক্ষমতা। বোঝে ঠিক জনতা। 

ঠিক কেন বেঠিক? ঘড়ি টিক্ টিক্। 

প্রাণে ভয়। মনে ক্ষয়। মনেমনে খিস্তায়। 

বানরের হাতে শাবল গেছে ভোট খেলায়। 

তাই সব ত্রস্ত। সমাজ বিবস্ত্র। 

সামাজিক অজগন করে চলে ভনভন।

নির্লজ্জ পদলেহন। ভয় পাক জনগন! 

বুঝুক তবু না বুঝুক। এভাবেই সব চলুক। 

বানরের অনাচার হবে নাকো সমাচার। 

তবু বাড়ে ফোস্কা। খিস্তায় মোক্সা। 

জনগন, অজগন, সময়ের একি নক্সা!? 

টিকবেনা কায়দা। চেঁচাচ্ছে রায়দা। 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract