STORYMIRROR

Saibal Ray

Classics Others

4.5  

Saibal Ray

Classics Others

বাঙালি ২০২২

বাঙালি ২০২২

2 mins
413

বাঙালি তুমি দিশেহারা। 

বাঙালি তুমি ছন্নছাড়া। 

নাই তোমার কবিগুরু। 

নাই তোমার শেষের শুরু। 

নাই তোমার বিদ্রোহী কবি। 

নাই তোমার রঙীন ছবি। 

নাই তোমার বিদ্যাসাগর। 

নাই তোমার প্রানের দোসর। 

নাই তোমার আদর্শস্নান। 

নাই তোমার বর্তমান। 

আছে শুধু ইতিহাস। 

তোমায় ভেঙায় রাজহাঁস। 

তোমায় ভেঙায় শরৎকাশ।

তোমায় ভেঙায় শিউলিফুল। 

তোমায় ভেঙায় বিশ্বকুল। 

তোমায় ভেঙায় দোয়েল পাখি। 

তোমায় ভেঙায় দামাল ঢাকি। 

শীত কুয়াশা লাথি মারে। 

রাতের চাঁদ মুচকি হাসে। 

বাজার বলে আইকন চাই। 

সময় হাসে বড় বালাই। 

কত বদন, কত পোস্টার! 

তবু থামেনা সময়ের মার। 

মশা হাসে, মাছি হাসে। 

চোদ্দতলায় ডাইনি নাচে। 

ইচ্ছে করে বিরিয়ানি খাই

অজগনের মাংস ভেজে। 

আর তো কিছু করবার নাই। 

বাঙালি তোমার বিজ্ঞান নাই। 

বাঙালি তোমার সাহিত্য নাই। 

বাঙালি তোমার সিনেমা নাই। 

বাঙালি তোমার প্রেম নাই। 

বাঙালি তোমার সৃষ্টি নাই। 

বাঙালি তোমার আনন্দ নাই। 

বাঙালি তোমার আদর্শ নাই। 

সর্বনাশ আসন্ন। সময় অপ্রসন্ন। 

বাঙালি তোমার ভ্রূক্ষেপ নাই। 

দেবভাষা হারিয়ে গেছে। 

তুমিও যাবে সন্দেহ নাই। 

ইচ্ছে করে বিরিয়ানি খাই। 

অজগনের মাংস কষাই।

বাঙালি তুমি সিরিয়াল দেখ। 

মরার আগে বাজারকে ডেকো। 

শেষ লগ্নে বিরাট করে 

কোক্রানো 'ব' পোস্টারে ছেপো। 

এসব শুনে কষ্ট হলে 

পাউচ গিলে ঘুমিয়ে পড়ো। 

যদিও সময় আগাম বলে

অনুভূতি তোমার রসাতলে। 


     ~ শৈবাল রায়

      ৩১/০৮/২০২২

 


Rate this content
Log in

Similar bengali poem from Classics