শতবর্ষে
শতবর্ষে
আজ তাঁর জীবনকলস একশো পূর্ণ
ইতিহাসটা রয়ে গেছে বিদীর্ণ !
তাঁর জীবন দেবতা ছিলেন রবীন্দ্রনাথ
ছবি এঁকেছিলেন শৈশবের সে প্রভাত--
এ জগতে হয়নি গুরু সাক্ষাৎ !
গুরুদেবের গানের ভাষা , সুর
তাঁকে করেছিল অন্তরাতুর
বেঁধেছিলেন জীবনের ছন্দ ,
সে ছন্দেরও হয়েছিল পতন
উঠেছিল ঝড় !
তাই ঝড় কে করেছিলেন সাথী ।
পথ চলেছিলেন একা -
গেয়েছিলেন , যদি তোর ডাক শুনে কেউ নাআসে...
গান তো নয়
যেন মন্ত্র উচ্চারণ
প্রাণ পেত তাঁর সুললিত কণ্ঠে !
শব্দের শুদ্ধতায় করতেন সুরের মূর্তি নির্মাণ--
জন্মশতবর্ষের লগ্নে জানাই অন্তরিক শ্রদ্ধাওপ্রণাম!
............................................................
