STORYMIRROR

Nityananda Banerjee

Comedy Romance

3  

Nityananda Banerjee

Comedy Romance

শষ্কুলী

শষ্কুলী

1 min
186

চন্দ্রহাসবৎ রজতশুভ্র লঘু স্বর্ণাভ দেহে,

শুচিপবিত্র বৃত্ত চিত্র আস্বাদি অবলেহে ।

অতিথির গতি তুমি মানমতি পার্বণে নৈবেদ্য,

মনন চেতন উড়ায় কেতন যোগাযোগ অচ্ছেদ্য ।

ঘ্রাণব্যজনী দোলাও যবে ব্যঞ্জন সহযোগে,

মিষ্টান্নাদি ব্যতীত জীবন বিনিদ্র মনোরোগে।

মধুমেহ যার পদলেহ তার কর না কোনদিনও,

মুখব্যাদানে উদ্দাম স্বর ঝঙ্কারে মনোবীণও ।

উদরপূর্তি অমৃতসূর্তি তুমি সদা মূর্তিমান ,

জন ও জামাই করে না কামাই লভিতে সেই ঘ্রাণ।

রাজকীয় ঠাট তব পরিপাট সহিত আলুর দম,

উদরাময়ের নিরাময়হীন দশার তুমিই তো যম ।



Rate this content
Log in

Similar bengali poem from Comedy