শ্রেষ্ঠ বীর
শ্রেষ্ঠ বীর
শিক্ষক একজন সৎ ও ন্যায়ের পথের নির্ভীক যাত্রী,
তাঁর আদৰ্শ অনুসরণ করে, সকল ছাত্র-ছাত্রী।
যে কোন শিশুর শিক্ষা হয় জন্ম হতে শুরু,
শিক্ষকই হলেন জ্ঞান বিতরনের প্রধান গুরু।
জাতির জন্য কল্যাণকর আদর্শবান শিক্ষক,
শিক্ষকই তো আদর্শ ও নৈতিকতার রক্ষক।
শিক্ষকরা জীবনের আদর্শ ও নৈতিক শিক্ষায় রত,
শ্রদ্ধা জানাই বিশ্ববাসী শিক্ষক আছেন যত।
শিক্ষক সর্বদা ব্যস্ত থাকেন জ্ঞান বিজ্ঞানের চাষে,
শিক্ষকগনকে সম্মান দিলে সফলতা আসে।
সমাজ ও সময়ের সাথে বদলে গেছে শিক্ষা,
নতুন জ্ঞান অর্জন কর, এই হোক মোদের দীক্ষা।
শিক্ষক হয়ে গড়তে চাই সমৃদ্ধশালী জাতি,
মহান পেশা শিক্ষকতা ঐ আঁধার পথের বাতি।
রক্ষক যখন ভক্ষক হয়, অমর্যাদার শুরু,
শিক্ষার আলো ছড়ান ওরা , জাতি গড়ার গুরু।
বঞ্চনা ও বৈষম্যে নিমজ্জিত শিক্ষক শতশত,
দেখি সমাজ বঞ্চিত করতে পারে কতো।
অর্থ নেই সম্পদ নেই, নেই বসত ভিটা নীড়,
তবু শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার,অপরাজেয় বীর।
