STORYMIRROR

Kausik Chakraborty

Tragedy Inspirational Others

3  

Kausik Chakraborty

Tragedy Inspirational Others

শ্লোগান

শ্লোগান

1 min
234


কখনও কখনও প্রতিটা শরীরকে কুহকের নীলচে গরিমা মনে হয়

প্রতি ছত্রে তার অণুলিখন বাঁধা

অক্ষরের মত বেপরোয়া নয় আর কোনওকিছুই

সাগরদিঘির জঙ্গল হাঁসদার ঘরে যদি ছড়িয়ে দেওয়া যেত কিছু দমবন্ধ ধিকৃত অক্ষর

তাহলে তার গোলায় আগুন লাগতো না বারুদের আধিক্যে

অক্ষরের ভার লাঘব করতে তাকে হেঁটে যেতে হত না বিপন্ন গলিতে

চারিদিকে পিন পড়ার স্তব্ধতা 

রাস্তার মায়াবী আলোয় শুধু দেখা যাচ্ছে চকচকে ফুটপাথ

অক্ষরেরা জ্বলে ওঠবার আগেই ত্রিপলের ছাউনিতে পোড়া ভাত

কখনও কেউ নিঃস্ব হবার আগেই নিজের শরীরে লাগিয়ে নিত পোড়া গন্ধ

ধর্ম ফেরেনি তাদের। তারাও শোনে নি ধর্মের দোহাই।

গতানুগতিক ভাবেই ফিরে এসেছে স্বাধীনতা দিবস 

জঙ্গলও মেপে দেখেছে অক্ষরহীন শরীর

প্রতিটা মিছিলে সে কাঁধে তুলেছিল সবচেয়ে ভারি অক্ষরের শ্লোগান 

আজ আইসিইউ চার নম্বর বেডে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy