STORYMIRROR

Paula Bhowmik

Romance Fantasy Thriller

3  

Paula Bhowmik

Romance Fantasy Thriller

শকুন্তলে

শকুন্তলে

1 min
178

ওহে সুদর্শনা, আমাদের প্রিয় বান্ধবী শকুন্তলে !

রেখেছো মনে ! নাকি গিয়েছো একেবারেই ভুলে !

আসলে একজনই ছিলাম তোমার পাশে দুই দেহে,

যখন তুমি পালিত ছিলে তপোবনে, কণ্বমুনির গেহে।

অসুয়া আমার মনের ঘরে, ছিলই না তো কোনোদিন,

আর অপ্রিয় সত্য, মনের কোনে করেছিলাম গোপন।

কঠিন সত্য পারে যে হানতে আঘাত তীরের মতো,

অশ্রু নয়, বিদ্ধ হৃদয় অযথা শোণিত ছড়ায় কতো !

রাজা দুষ্মন্তের ভালোবাসা পেয়ে তুমি সব ভুলেছিলে,

শুধু দুর্বাশা মুনি ! আমার হৃদয় নিয়েও খেলে ছিলে ।

তোমার কাছে যা অপ্রিয়, তা যে সত্য আমার কাছে,

বন্ধুত্ব বড়ই অমূল্য ধন, একবার অবহেলায় হারালে,

ফিরে পাওয়া যায় কি আর তা ! হাজার কাঁদলে !

অনুশোচনা তখন তোমার প্রহরী, ফিরে পাছে পাছে।



Rate this content
Log in

Similar bengali poem from Romance