শিশুমন
শিশুমন
মেঘের মধ্যে বাড়ী হলে ঘুরতাম আমি ভেসে,
থাকতাম আমি মায়ের পানে চেয়ে হেঁসে হেঁসে।
মেঘের ভেলায় চড়ে যেতাম এদেশ থেকে ওদেশ,
পারত না কেউ আটকে রাখতে যাওয়া আমার বিদেশ।
দেখতে পেতাম কতশত পাহাড় নদী মরু,
ভেবে না পাই কোথা থেকে করতাম আমি শুরু।
ভাসতে ভাসতে পেরিয়ে যেতাম দেশ দেশান্তর,
হাঁস, সারস সঙ্গী করে পার হতাম তেপান্তর।
ইস্কুলে যাওয়ার তাড়া নেই, নেই বকা আর মার,
সেথায় কোন মানা নেই , নেই তো ব্যাগের ভার।
কিন্তু যখন ক্ষিধে পায় মার কথা মনে পড়ে,
মায়ের মতো কে নেবে তারে কোলে আদর করে।