শীতের সকাল
শীতের সকাল
1 min
815
আঁধার কেটে শীতের কুয়াশাছন্ন ভোরের আকাশ,
হিমেল শীতের মাঝে আড়মোড়া ভেঙে ধরণীর প্রকাশ।
কতিপয় মানুষের ব্যস্ততা ধীরে ধীরে আপন ক্ষেত্রে,
কেউবা হেঁটে প্রাতভ্রমণে কেউবা সাইকেলে কর্মক্ষেত্রে।
কুয়াশারা নিয়েছে শিশিরকণায় মোড়ার শপথ,
পথের দুধারে গহীন গাছগাছালিরা ঢেকেছে পথ।
এখনও সূর্যের দেখা যোজন দূরের বিষয়,
তাই বলে কী থেমে থাকে জীবনের লয়!