STORYMIRROR

Nityananda Banerjee

Tragedy Classics

4  

Nityananda Banerjee

Tragedy Classics

শীতের মেয়ে

শীতের মেয়ে

1 min
262

আদুল গায়ে কাঁপছে মেয়ে শীতের সাঁঝে,

নিষ্পাপ তাপ শুষছে শাপ বুকের মাঝে ।

পেটের জ্বালায় চর্বি গলে বরফ হয়ে,

শীত লাগে না মেদহীন গায় অবক্ষয়ে ।

ধানের ক্ষেতে সোনালী চুল দোদুল দোলে,

ভুগছে মেয়ে ক্ষুধায় পেটের গণ্ডগোলে ।

নিজের ভালো কে বোঝে না বলছি কেন,

শীতের মেয়ে তাপ শুষছে অহিফেনও ।

কাঠ কয়লা পুড়ছে পুড়ুক কি যায় আসে,

শীতের রাতে মল্লিকা জুঁই ভালো যে বাসে ।

হয়তো তুমি ভাবছ মনে গেলেম কোথা,

কালীপূজোর সন্ধিক্ষণে বলির মাথা।



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy