শৌর্য্যহীন সূর্য্যে
শৌর্য্যহীন সূর্য্যে
শৌর্য্যহীন সূর্য্যে
মানিক চন্দ্র গোস্বামী
স্তব্ধ কেন মুখের ভাষা, বাকপটুতার শক্তি;
সবল হাতের মাধ্যমে সেই লেখনীর অবলুপ্তি |
হারিয়ে সকল শৌর্য্য
ভুলে সে নিনাদ তুর্য
রশ্মিচ্ছটার বিক্রম আজ কোথায় রেখেছে সূর্য্য |
নিষ্পেষিত মানুষের তরে আশার আলো বয়ে,
এসেছিলে তুমি অধিকার বলে বিঘ্ন-বাধায় সয়ে |
হারিয়ে সতেজ সুধা
মানসে ভরেছে দ্বিধা,
সরিয়ে ফেলেছে বিক্রম তব, কালের করাল ক্ষুধা |
বিষণ্ণতায় ভারাক্রান্ত, দেখি এ বিরাট লয়ে;
দুঃখ-শোকে মুহ্য সবে বীরের পরাজয়ে |
নব্য যুগের উদয়ে
দাঁড়ায়ে আপন পায়ে
আশার আলো এনেছিলে তুমি আপনার মতো সাজায়ে |
ক্রন্দনধারা ভেসে চলে আজ ভোরের স্নিগ্ধ বাতাসে,
বিহগেরা আজ খেলা ভুলে গেছে দূরে ঘুরে ওই আকাশে;
ব্যথিত কাতর হৃদয়ে
নতুন অরুনোদয়ে
আশা রেখে যাও জগতের মাঝে, সুমতি দেবে কি ভরায়ে।
