শাওন ঘণায়ে এল
শাওন ঘণায়ে এল
শাওন ঘণায়ে এল ; তুমি শুধু এলে না,
বরষা ফুরায়ে গেল ; ছোঁয়াটুকু পেলে না ।
বধূ ভরে গাগরী অঞ্চলে ঢাকিয়া ,
মদোন্মাদনা তার কিঞ্জলে মাখিয়া,
তোমার বসনখানি জানি জানি আমি জানি,
শাওন বায়ুতে ওড়ে দেখা শুধু মেলে না,
শাওন ঘণায়ে এল ; শুধু তুমি এলে না ।
আকাশে মেঘের ছটা দামিনী দমকে ওই ,
ময়ূর ময়ূরী নাচে তা থই থই তা তা থই ।
আজি এ শাওন বেলা হেরি না রোদের খেলা,
যা দেখি এই দুই চোখে কেবলি মেঘের ভেলা,
বেহালা করুণ সুরে দূরে আরো বহু দূরে ,
বরষা নূপুর ধ্বণি মেঘ-মল্লারে রণি'
নিভায়ে চিরাগ রাজি প্রেম বাতি জ্বেলে না,
শাওন ঘণায়ে এল ; শুধু তুমি এলে না ,
কোমল পরশখানি কোনদিনও পেলে না ।

