শালুক-দুর্গ
শালুক-দুর্গ
এখনো ফুলের মধ্যে শব্দ হচ্ছে... শোনো
এখনো ঘোমটা দিচ্ছে সম্ভ্রান্ত পরাগের দল
চোখে টানছে নীরব সুরমা.... শৈশব আর মেহেফিল...
ঘরছাড়া হচ্ছে সদ্য জন্মানো চাঁদ...
শালুকের পাতা থেকে গড়ে উঠেছে যেটুকু নগর
ফুলের পরাগধানী সেজেছে তার আলোটুকু বুকে নিয়ে
এখন প্রতিটা শহর ঘিরে রেখেছে প্রতিশোধকামী জনতা
এখন ফুলের মধ্যে লুকিয়ে রয়েছে সেই দুর্ভেদ্য দুর্গ
চাইলে তুমি ছুঁয়ে দেখতেও পারো সেইসকল অক্ষত দরজা...