সে গাঁ ::
সে গাঁ ::


আমার গ্রাম সবুজঘেরা
পূর্বদিকে দিগন্ত মাঠ
দক্ষিনে তার মাইল দুয়েক
সারি সারি পুকুরঘাট ।
চোখ জুড়ানো দিঘির জলে
পানকৌড়ি খেলা করে ,
তালের গাছে দলে দলে
বাবুই পাখির বাসা বোনে,
ভোরের বেলা গাছের ডালে
দোয়েল মিষ্টি সুর তোলে,
হাজার কোটি জোনাকিতে
আঁধার ঘোচায় প্রদীপ জ্বেলে ।
আমার গ্রামে হাট বসতো
সপ্তাহের দুটি দিন --
শীতের দিনে পালা হতো
পুতুলনাচে আলাদিন ।
আমার গ্রামের চড়ক মেলা
কিংবা মহরমের লাঠি খেলা,
মনভোলানো বায়োস্কপে
কচি-বুড়ো থাকতো মেতে !!
আমার গ্রাম গ্রামই আছে,
এখন আমি নাগরিক !
শুদ্ধ বাতাস সবুজ সবই
হারিয়েছে এই নগর জীবন
এখন আমি বৈষয়িক --
আজও চোখে স্বপ্নে ছাওয়া
শৈশব আর আমার গ্রাম
ওটাই আমার সেরা পাওয়া ----।।