স্বরূপ
স্বরূপ




সূর্য হও , একটা দিক আকাশের শুভ্র হও
অন্ধকারের অনুরোধ , তুমি নতুন হও
ডানার সাথে যুক্ত হস্তীর চেয়ে একটা প্রজাপতি হও
হে নতুন কবি তুমি নামহীন সারথি হও...
অসম্ভব ভালোবাসা, তুমি শক্তি হও সারথ্যের
একটা জীবনী তুমি আলেকজেন্ডার হও গর্ভের
হে নতুনের কাপুরুষ তুমি জ্যোতি হও
দিনের শেষ প্রাতে তুমি অনির্বাণ হও...
হে প্রচন্ড কাম, তুমি নারীর লজ্জা হও
উত্তর, পূর্বে , পর্বতে, মাটিতে একটু বৃষ্টি হও !
চাঁদের পাশে শুয়ে থাক একটা ক্লান্ত তারা
হে স্বপ্ন-পুরুষ তুমি জীবক কে, স্পর্শ-দান দাও !
বলে যাওয়া নদীর , ঢেউ-হীন কথা রেখো
তোমার বুকের মাঝে, একটা-মৃত্যু রোজ দেখো !
স্বপ্নের চেয়েও বড়, রংধনুর ছিলায় -
নতুন এক মেঘ-বৃষ্টির নিচে কাটাকুটি হোক...