স্বপ্নপ্রদেশ
স্বপ্নপ্রদেশ


সেদিন ট্রেনে করে এক রাজ্যে ঘুরে এলাম ।
সেখানে দুধের নদী , আমসত্তের পাহাড় ।
কয়েকটা দেবশিশু পথে বসে ,
পরে দেখি পথ তো নয় যেন লজেন্সের চাদর ।
গাছে ফলে সব রসালো বাহারি ফল ।
সবাই হই-হুল্লোড় করছে ;
একফোঁটা চিন্তা নেই কারুর ।
কোনো দাঙ্গা-হাঙ্গামা কিচ্ছুটি নেই ।
আছে কেবল নির্ভেজাল আনন্দময় জীবন ।
আমি একথা বন্ধুকে বলতে সে বলে ,
" তুই কি রূপকথা এক্সপ্রেসে চড়ে
স্বপ্নপ্রদেশ গিয়েছিলি ? "
আমি বলি , " হ্যাঁ তো ! "
" ও তো আমি প্রায়ই যাই ঘুমের মধ্যে । "