STORYMIRROR

Nabanita Patra

Tragedy Others

3  

Nabanita Patra

Tragedy Others

স্বপ্নভঙ্গ

স্বপ্নভঙ্গ

1 min
157

বলি শোন তোমায় একটা গল্প,

মিষ্টি একটি মেয়ে শহরতলীতে থাকতো।


লেখা-পড়াই ছিল তার নিত্য দিনের কাজ,

জানতনা কিছুই, কাকে বলে সাজ।


এই ভাবেই কাটতো দিবা-নিশি তার,

অন্য কোন কাজে লাগত না মন আর।


পিতা-মাতাকে সে করতে চেয়েছিল গর্বিত,

নিজের চেষ্টায় হতে চেয়েছিল সুনির্মিত।


ফুলের মতো স্বচ্ছ তার মনে, নানা স্বপ্ন ছিল আঁকা,

পাখিদের মতন নীল আকাশে, মেলতে চেয়েছিল পাখা।


কিন্তু ভাগ্যের পরিহাসে সে বন্দি হল খাঁচায়,

ভেঙে গেল তার স্বপ্ন, হতাশা আর নিরাশায়।


স্থির হয়ে গেল তার শুভ পরিণয়,

গড়তে হবে তাকে নতুন পরিচয়।


অপরিচিত পরিবেশে বাঁধতে হবে সংসার,

হয়ে গেল তার স্বপ্নগুলো ছারখার।


নতুন জীবন লাগে তার মরীচিকা,

সে এখন এক নববিবাহিতা।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy