স্বপ্নভঙ্গ
স্বপ্নভঙ্গ
প্রথম প্রেমের কম্পন বুকে
হৃদয়ে বাজন শুনি,
মনোবার্তার শনশনি |
ওগো মোর নন্দিনী |
অবনত মুখ হয়েছে ভাবুক
ওষ্ঠে লালিমা রেখা,
ভাবনার সাথে ভয় মিশে তাই
হতাশ দৃষ্টি সখা |
রক্তিম গালে টোল,
বুকের হাঁপরে দোল;
লাজুক দৃষ্টি স্থির নাহি রয়,
মনের ঘরেতে সমাজের ভয়|
দ্বন্দ্বে পড়েছো দেখি,
স্বপ্ন হারাবে নাকি;
জটিল কত চিন্তা উদয়,
ক্রমেই ঘিরিছে যত সংশয় |
হৃদয় ছুটিছে বাহির পানে,
অবয়ব বাঁধা ঘরের কোনে;
সুনীল আকাশে স্বপ্নের শেষ,
বাতাসে মোহের রইলো না রেষ |
পুষ্পরাজিও হারায় সুধা,
ক্রমেই ঘিরিছে মনেতে দ্বিধা;
দুচোখে গড়ায় অশ্রুর রেখা -
প্রেমের পালা'য় গোড়াতেই যবনিকা |