স্বপ্ন রঙিন
স্বপ্ন রঙিন
ফুটলো দেখো ভোরের আলো
কেটে গেল নিশির কালো
হিমের পরশ ঘাসের আগায়
প্রানে শিহরণ লাগায়।
সোনা ঝরা রবির কিরণ
প্রাণে জাগায় আশা
হরেক রকম স্বপ্ন রঙিন
মনে থাকুক অটুট ভালোবাসা।
ফুটলো দেখো ভোরের আলো
কেটে গেল নিশির কালো
হিমের পরশ ঘাসের আগায়
প্রানে শিহরণ লাগায়।
সোনা ঝরা রবির কিরণ
প্রাণে জাগায় আশা
হরেক রকম স্বপ্ন রঙিন
মনে থাকুক অটুট ভালোবাসা।