স্বীকারোক্তি
স্বীকারোক্তি
একটা ক্ষমা একটা ভাবনার দূরত্বের ঠিকানা,
ব্যক্তিগত মার্জনার নিষেধে জানলার কাচে দাগ,
মৃত্যুর আড়ালে লুকিয়েছে প্রেম
কাঁদে মাথা রাখা রোজনামচা...
ভুল আমিও ছিলাম না, তুমিও না
শুধুই ভেঙেছে থার্মোমিটার
ওজনের মাথায় দামী শব্দের নিত্য আনাগোনা
নির্বাক অলিন্দে আগুন, শুধুই মাত্রাহীন পোড়া গন্ধ...
শুধুই পিঠের সাথে পিঠ শুয়ে
কাঁধের কোলে মাথা, বুকের ধুক-পুক!
মনের সাথে মানের রোজনামচা,
শুধুই শরীরের পাশে শরীর, বড্ডো পুড়েছে এই মন টা!
আজও তোমায় সোজাসুজি ভালোবাসি!