STORYMIRROR

Nityananda Banerjee

Classics Others

4  

Nityananda Banerjee

Classics Others

স্বাধীনতা

স্বাধীনতা

1 min
335

বাঁচার আধার হরণ করেছ যার,

তুলিয়াছে সে বাঁচার হাতিয়ার ,

চোখ থাকতেও রয়েছ তবু অন্ধ ,

সজ্জিত তারা শস্ত্র শাস্ত্র নিয়ে ;

কি হবে তাদের মিছে আশ্বাস দিয়ে,

স্বাধীনতা ! তোমার দু'চোখ কর হে বন্ধ ।

সাতচল্লিশের দিনগুলো ভুলে গেছ ;

সংবিধানে অচ্ছুৎ করে দেছ ,

পুরাতন মদ ঢেলে রাখ বোতল বদল করে,

সেই স্বাধীনতা ; খাওয়া, পরা , বাস ,

কথায় কথায় কেড়ে নেওয়া শ্বাস ,

প্রজাতন্ত্রের প্রজারা আজ কাঁদে স্বাধীনতা স্মরে ।

কোথায় তিলক দেশবন্ধু, বাপুজী, নেতাজী,

সূর্য্যসেনের বীরত্বে আর কোথায় ক্ষুরধার ?

ক্ষুদির মত শহীদ হতে কেউ তো নয় রাজী ;

রক্তে লালে লাল হয় যে ত্রিবর্ণ পতাকার ।

সেই দারিদ্র্য, সেই বুভুক্ষা মনের হতাশায়;

গুমরে মরে হৃদমাঝারে ভুলেছে প্রতিবাদ ,

যদিও বা স্বাধীন সূর্য্য ঢাকেনি কুয়াশায় ;

আশার আলোক ছড়ায় মনে - সে ও আপরাধ !



Rate this content
Log in

Similar bengali poem from Classics