স্বাভাবিক নয়
স্বাভাবিক নয়


স্বাভাবিক নয়
নিখিল মিত্র ঠাকুর
১৯/৮/২৩
মুক্ত চিন্তা,স্বাধীন সত্তার বিকাশের নামে মুক্তাঞ্চল,
অবাধ স্বাধীনতা,স্বেচ্ছাচারিতার প্রকাশ,
কি কোন সাম্য নীতির পালক হতে পারে?
সীমা ছাড়িয়ে যাওয়ায় কি স্বাধীনতা?
আদিম পৈশাচিক ব্যবহার শিক্ষার কোন আকার,
তা শিখায় দুর্বলের উপর অত্যাচার,
শিক্ষার মুখোশের আড়ালে অ-শিক্ষাকে,
প্রাতিষ্ঠানিক করে তোলার প্রয়াস।
যাকে নিত্য প্রবহমান করে তুলতে চেষ্টা করতে হয়,
ছলনার আশ্রয় নিতে হয়,
অন্ধকারের সাহায্য নিতে হয়,
তা কখনও স্বাভাবিক হতে পারে না।