সারাদিন রিমঝিম
সারাদিন রিমঝিম


আমার কবিতার অনুপ্রেরনা কোনো একটামাত্র বিষয়ে বাধা নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় আমাকে লিখতে শিখিয়েছে। নিচের কবিতাটা লিখিয়েছে বৃষ্টি।
বল্লি যখন একটু হেসে,
বৃষ্টি হবি?? মন আকাশে,
অঝোর ধারায় ঝরবি যখন,
সিক্ত হবো আমি তখন,
ধুয়ে দিবি যত ব্যথা,
মান-অপমান, অনেক কথা,
তখন আমি প্রেমিক হবো,
জমানো সব কথা কবো,
হারিয়ে গিয়ে তোর ধারাতে,
করবো আপন, তোকে পেতে,
বড্ড জ্বালাস !! রাত্রি -দিন,
স্বপ্ন দেখিস অন্তহীন,
বৃষ্টি আমি হবোই না তো,
পাগল নাকি? তোর মতো,
আমি হবো শিশির কণা,
সবুজ পাতায় মনোহরা,
টুপ করে যেই পরবো গায়ে,
চিনে নিস্ তুই আমায় !!!
হেমন্তের ওই ভোরবেলাতে,
আসবি যখন কুয়াশা মেখে,
দাঁড়াস খানিক একটু থেমে,
পরবো আমি আবার প্রেমে l