অপেক্ষা। এসো।
অপেক্ষা। এসো।


চারকোণা টেবিলের বুকের উপর একটা পাতলা লেলিন কাপড়।
আর জমিনের বুকে সাদা কাশফুল, একটা ভাংগা নদীর পাড়, আর একটা নারীর মুখ।
আমি মনোযোগী যোদ্ধার মতো রণকৌশল খুঁজছিলাম,
কাশফুল, নদীর পাড়, নারীর কপালে হাত দিয়ে।
যুদ্ধটা অপেক্ষার।
তোমার ফিরে আসা।
চায়ের কাপে ধোঁয়া বেরোচ্ছে অনর্গল, আমি পুড়ছি।
আমার বুক আর সিগারেট।
যার একটা আদর ডাক শোনার জন্য রোজ ক্ষয় করছি আমাকে।
খানিক বাদ বাদ নতুন দুজন সহাস্য মুখ,
উষ্ণ অভ্যর্থনা আর গমগম রেস্তোরাঁ।
আমার মুখোমুখি চেয়ারে শতকালের নীরবতার বরফ।
মাঝে মাঝে মাথা তুলে তাকাই,
সে আসছে। যদি আসে।
আমার অপেক্ষা। এসো।