জানো কি
জানো কি
তুমি জানো কি
এখনও আমি ভুলতে পারি নি
সেই শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ার
দারুন চৈত্রমাস, সেই তোমার
কাছ থেকে পাওয়া আমার
জীবনের প্রথম চুম্বন,
এক ফাগুন মাসে, লাল চেলি
আর বেনারসিতে নিজেকে সাজিয়ে,
হাত রেখেছিলাম তোমার হাতে,
ভেবেছিলাম এত সুখ ধরবে কি
আমার এই ছোট্ট হৃদয়টিতে,
সে ভুল আমি বুঝেছিলাম
এক নিকষ কালো বৃষ্টি ভেজা রাতে,
যখন বললে তুমি ছুটি চাও আমার কাছ থেকে,
বুক ফেটেছে তো মুখ ফোটে নি,
করিনি কোনো হা হুতাশ,
তোমায় দিয়েছিলাম ছুটি,
বুঝিয়েছিলাম একলা আমিও চলতে পারি,
কি এসে গেলো হই বা নারী,
কালশিটে গুলো লুকাবো না আর,
লুকাবো না মাথার ঘাম,
কি এসে গেলো দিলে কি দিলে না আমার জীবনের দাম।
