সাঁতারু
সাঁতারু


বউ-ছেলেমেয়ে নিয়ে সুন্দরবন বেড়াতে যাচ্ছেন
এক বিখ্যাত সাঁতারু
অজস্র পদক তাঁর কব্জায়
তাঁর স্টাইল নকল করে শিক্ষানবিশেরা
উনি জলে ঝাঁপ দিলে সব চোখ তার দিকে
হঠাৎ মাতলা ফুঁসে উঠল
হু হু করে বাড়তে লাগল জল
নৌকো টলমল
আচমকা উলটে গেল সেটা
পাড় তখনও বেশ খানিকটা দূরে
নৌকোর লোকজন সাঁতরে উঠে গেল
তাঁর ছেলেমেয়েও
কিন্তু উনি তখনও হাবুডুবু খাচ্ছেন সেখানেই
হইহই করে উঠল সবাই
ঝাঁপিয়ে পড়ল কেউ কেউ
যারা পাড়ের দিকে আসছিল, তারা ঘুরে গেল
তাঁকে যখন তুলে এনে ধাতস্থ করা হল
জিজ্ঞেস করা হল, উনি ডুবে যাচ্ছিলেন কেন?
উনি মিনমিনে গলায় বললেন,
আমার জল-চশমা কই?
কানের ঘুঁজি কই?
কস্টিউম কই?
তা ছাড়া, আমার ট্র্যাক কোনটা?
ওগুলো না হলে জলে হাত-পা ছুড়তে পারি ঠিকই
কিন্তু জলকে সঙ্গে নিয়ে ডাঙায় উঠতে পারি না।