STORYMIRROR

Avishek Satpathi

Tragedy

3  

Avishek Satpathi

Tragedy

সাঁঝবাতি প্রেম ও পরজন্ম

সাঁঝবাতি প্রেম ও পরজন্ম

1 min
1.8K


যত ঘন সন্ধ্যা তোমাকে জড়িয়ে নিতো

তার থেকে বহু দূরে অনেক গভীর ভোর তো

তোমার অপেক্ষার

অরুন্ধতি খুঁজে পাই না আর!


পুঁই পাতার লালচে গোল গোল স্তনে ছোপ

ক্ষুদ্র বিলোপ!

তোমার মাধুর্যের উৎস স্বচ্ছ জলস্রোতে

দু ঠোঁটের ফাঁকে শ্যাওলাতে!


মাছির খয়েরি চোখে যেন দূশ্য সরে এঁকেবেঁকে

কেঁচোর মতোই মন দুদিকে

আলোর বিদায় লগ্নে সবকিছু কালো হয়ে আসে

রঙ চঙে স্মৃতির আমেজে ভাসে

সমস্ত সঞ্চয় শেষে একটি মৃত্যু আসে তাড়াতাড়ি

শুধু চাক ভেঙে মধু চুরি!


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy