সাগরিকা
সাগরিকা
শান্ত সাগর শ্রান্ত বালুচর -
স্নিগ্ধ পবন শ্যামল সৌম্য বন ,
খুঁজেছি যেথা হারিয়েছি মোর ঘর ;
হিন্দোলে দোলে ঊর্মি ক্ষিপ্ত মন ।
তরঙ্গ- ভঙ্গ অঙ্গ পরশে ধন্য -
গগন ভদ্র রুদ্র রৌদ্র দহনে,
পেয়েছি কত শত চরণ চিহ্ন -
ধূমায়িত দেহ অশ্লীলতার গহনে ।
জশধিবারি সজল কাজল নয়নে ;
ঝঞ্ঝা পীড়িত লহরীক্ষুব্ধ তনুতে ,
বিস্মিত স্বীয় বজ্র শাণিত চয়নে ;
শর নিক্ষেপ তূণহীন রামধনুতে ।
শুক্তিকাময় বালুকা বেলার আঙ্গনে ,
করি সন্ধান মৎস্যগন্ধা কলেবর ,
মনোপর্বত নিথর নিঝুম ভাঙনে ;
চির অশান্ত প্রশান্ত হৃদি-সাগর ।
