রূপকথায়
রূপকথায়


গরীবের ওসব ভালোবাসা - টালোবাসা করতে নেই....
অবশিষ্ট থাকা রঙচঙে খাতায়,
তোমার সাদা কালো চোখের চাউনি,,
মুক্ত ঝরা হাসি আর এলো চুল,
ভাষণ এলো-মেলো করে দেয় খাতার পৃষ্ঠা গুলোকে।।
মাটির আঁশটে গন্ধে তোমার আঙুল ছোঁয়া ,
মনের ভিটেতে মুক্ত কাশের বন,,
শরীর জুড়ে গন্ধরাজ খেলা করে জুঁইয়ের সাথে।
ব্যাকুলতা জানালা জড়িয়ে প্রেম দিচ্ছে ।।
একশো তারা বুকে, দরকার একখানা আকাশ।
আসলে আমার মন যেসব অনুভব করে,
অন্যভাবে, সেই সব চেতনা- চিন্তন তোমাকে স্পর্শ করেনা।
ডায়েরি বা কাব্যে না, তুমি আছো কলমের ছোঁয়ায়।।
অনেক কাল ধরেই এটা বুঝেছি, "ক্যাকটাসের ফুলে আর যাই হোক প্রেম হয় না"।
তুমি এখন অর্কিডে বিশ্বাসী,
আদর করো আটলান্টিকার বুক ছুঁয়ে।
ভালোবাসাটা শান্তির বুঝেছ কি সেটা,
পেয়েছ শান্তির ভালোবাসা ?
এই সব ভাবেতেই কাটিয়ে দিলাম এক পৃথিবী জীবন।
মৃত্যুর পরও ভালোবাসা তুমি বেঁচো !
রূপকথায় থেকো !