রূপকথা
রূপকথা
বাস্তবে যা ছন্নছাড়া
মেলে না যার অঙ্ক,
অবুঝ মনে দিবানিশি
তারাই বাজায় শঙ্খ।
জীবন যদি গল্প হয়েই
মেটাতো সব অভাব,
মানুষ তবে দিবারাত্র
স্বপ্নেই পেতো লাভ।
কিন্তু তা হয়না কখনো
এটাই হলো বাস্তব,
তাই আমরা স্বপ্ন দেখি
তাতেই মেটাই ক্ষোভ।
চলতে চলতে মনটা হঠাৎ
উদাস হয়ে যায়,
রূপকথার ই দেশে তখন
হৃদয় ঠাঁই পায়।
