রত্নহারা
রত্নহারা
Prompt - 45
রত্নহারা
মানিক চন্দ্র গোস্বামী
ভাগ্য আমার সহায় আছে,
কুষ্ঠি বিচার করে,
জ্যোতির্বিদ্যায় প্রাজ্ঞ তিনি
মাথা নাড়লেন জোরে।
যেটুকু খামতি রয়ে গেছে
রত্ন ধারণ করে,
নিষ্কলঙ্ক ভাগ্য হবে
জীবন যাবে ঘুরে।
কাজে কর্মে সুনাম হবে
বিত্তে হবো ধনী,
উন্নতি আর আটকে রবে না
যদি জ্যোতিষীর বাণী মানি।
'কি রত্ন নিতে হবে বাবা,
দাম পড়বে কত ?
আমার মতো সাধারণের
সাধ্য হবে কি ততো ?
সামান্য একটা চাকুরী করি,
সরকারি কাজ ঠিকই,
পদোন্নতির অনেক দেরি,
সামনে অনেক লোকই'।
'চিন্তা কিসের, ভরসা রাখো
এই জ্যোতিষীর 'পরে,
এমন রত্ন দেবো তোমায়,
সম্মান যাবে বেড়ে।
কন্যারত্ন আমার ঘরে,
বাঁধো বিবাহ ডোরে,
জীবন তোমার সফল হবে,
আলোয় ভরবে ঘরে।
এগিয়ে যাবে জীবন পথে
সংশয় যাবে দূরে,
পরিবারের মানুষ জনে
দেখবে নতুন ভোরে'।
সেই যে আমি পালিয়ে এসেছি,
কভু পিছন ফিরে,
যাই নি আমি জ্যোতিষীর ঘরে,
দেখিনি সঙ্গিনীরে।
এখন আমি বেশ তো আছি,
রত্ন করিনি ধারণ,
ইচ্ছে মতোই জীবন কাটাই,
কেউ করে না বারণ।
