STORYMIRROR

Manik Goswami

Drama Classics Children

3  

Manik Goswami

Drama Classics Children

রথের মেলা

রথের মেলা

1 min
202


লোকারণ্য মেলা রথের, পূর্ণ কোলাহলে

আনন্দ পাবার আশে মিলিছে সকলে |

ভিড় বাড়ে ক্রমাগত বেলা যত বাড়ে,

সজীবতা পাইছে মেলা মিলন পরিসরে |


দরাদরি করে দেখি ক্রেতা-বিক্রেতায়,

হাঁক দেয় উচ্চৈঃস্বরে বিক্রয়ের আশায় |

বেজে ওঠে ভেঁপু দূরে, বেজে ওঠে বাঁশি;

খুশির আবেশে আজ কারো মুখে হাসি |


পয়সা নাই হাতে যার, মন তার ভারী;

ম্লান মুখে দিকে দিকে করে ঘোরাঘুরি |

বাঁধ ভাঙা আনন্দ কারো পুতুল হাতে পেয়ে,

আবদার ধরেছে কেউ খেলনা কিনতে চেয়ে |


খাচ্ছে কেউ পাঁপড় ভাজা, খাচ্ছে কেউ মালাই;

ঘুরছে কেউ বনবন চরকি নাগরদোলায় |

কেউ কেউ ফিরছে বাড়ি রথের মেলা ঘুরে,

কেউ যাচ্ছে পূর্ণ হাতে, শূন্য হাতে কেউ যাচ্ছে ফিরে |


হাতে যার আছে পয়সা, সেই ফিরছে হেসে;

এই দিনেতে দুঃখী যারা, কষ্টে রয়েছে বসে |

কেউ পাচ্ছে দুঃখ মনে, কেউ করছে খেলা;

হাসি কান্নায় পূর্ণ দেখি, এই যে রথের মেলা |


Rate this content
Log in

Similar bengali poem from Drama