রোজনামচার সংসারে
রোজনামচার সংসারে
বন্ধনীচিহ্ন এঁকে চলেছি নিত্যনৈমিত্তিক,
সবুজ পাতায় হায়নাদের উৎপাতে।
অঙ্কুরোদগমে ছিল অশনি সংকেত!
আবডালে ওৎ পেতে নিলাম চড়ায়।
সাদা খাতায় লিখতে চায় নিজস্বী ডায়েরি,
দিনে-রাতে নিষ্পেষিত, অবশেষে হলুদের সাথে।
ভালোবাসার দরদাম শারীরিক মগ্নতায়,
ক্ষয়ে যাওয়া শরীরে শুধুই ক্ষতচিহ্ন আবহমান –
জীববৈচিত্র্যের সরল সৌন্দর্যে লুকিয়ে মানবিক যৌনতা,
বিষবাষ্পের যাপনচিত্র এঁকে চলেছি অক্লেশে।