STORYMIRROR

Manik Goswami

Romance Fantasy Others

3  

Manik Goswami

Romance Fantasy Others

রঙিনতায়

রঙিনতায়

1 min
1.7K


আজকে যখন মনের মাঝে রঙের লেগেছে ছোঁয়া,

নির্জনে প্রবেশিয়া,

আবেগ এসে আবেশ বলে ভরিয়ে তুলেছে হিয়া;


তখন, উচ্ছলতার উদ্দাম নিয়ে ভরিয়ে জীবন মেলা

চালাও রঙের খেলা,

ভরে নিয়ে যাও মনের কলস, এস ত্বরা এইবেলা |


জেগেছে যখন রূপটি তোমার চঞ্চল যৌবনে,

আজ এসে এইক্ষণে,

খোঁজ নিয়ে যাও কোন ভ্রমরায় খুঁজে ফেরে মধুবনে |


আঁখি দুটি তব চপলে চকিতে ঘুরে ফিরে বারে বারে

মনন নদীর তীরে--

ভাবনা বিরাট সংকট মাঝে খুঁজে ফিরে কোনো নীড়ে |


উথালি-পাথালি হয় তব মন, হারিয়ে ঝড়ের বেগে

শুভ্র শান্তি মেগে--

উচ্ছলিয়া ওঠে আপনার তরে, ভোলে রাগ অনুরাগে |


বিহগের বেগে মনের আবেগ ছুটে চলে নীলাকাশে,

কে এসে আপন পাশে--

পরশ জাগায়ে পরিপূর্ণে পুরাবে মনের আশে |


আজকে এমন মধু বসন্তে হিল্লোল জাগে প্রাণে,

কোকিলের কলতানে,

কাহারই খোঁজ নিয়ে যায় মন, চলেছে কাহারই টানে |


রঙিন রসের ছোঁয়াটুকু আজ ক্লান্তি দিয়াছে ভুলায়ে-

মানসিকতায় রাঙায়ে,

মৌমাছি এসে আকুল হৃদয়ে মধু যে দিয়াছে মাখায়ে |


Rate this content
Log in

Similar bengali poem from Romance