STORYMIRROR

Manik Chandra Goswami

Romance Classics

4  

Manik Chandra Goswami

Romance Classics

রঙিন প্রজাপতি

রঙিন প্রজাপতি

1 min
10

রঙিন প্রজাপতি

মানিক চন্দ্র গোস্বামী


নবীন যুগের মনোবাগিচায় রঙিন প্রজাপতি

উড়ে বেড়ায় সোহাগী ডানা মেলে,

ধরতে চেয়েও অপূর্ণ রইলো অভিলাষা,

ঈপ্সা বাঁধা অলীক স্বপ্ন জালে।

রামধনু রঙে চিত্র এঁকে পাখায়

বাগিচার ফুলে ছড়ায় প্রীতির পরশ,

ভাসিয়ে দিলো সুললিত ভালোবাসার গান,

উথাল প্রাণে উদ্বেল জাগে হরষ।

রঙের সাথে প্রাণের রয়েছে টান,

পৃথিবীর যত সৌন্দর্য্য নিয়েছে লুটি,

চঞ্চলতায় কাঁপন জাগে সজীব অন্তরে,

ফুলের বুকে নিরলস নিত্য ছোটাছুটি।

অক্লান্ত পরিশ্রমে ডানার নাচের তালে,

ফুলের কানে চুপিসারে কথামৃত কহ,

রঙিন ছটায় প্রকৃতি প্রেমিক মন

স্বপ্ন আবেশে ডুবে থাকে অহরহ।

প্রজাপতির রূপসাগরে ডুব দিয়েছে মন,

সুখ খুঁজেছে সম্পর্কের নিবিড়তার মাঝে,

যুগল মনে সৌহার্দ্যের একাত্ম বন্ধনে,

জীবন বীণায় মিলনের শঙ্খধ্বনি বাজে।

ভালোবাসার কলসখানি উজাড় করে দিয়ে,

আবেশে মোহিত নব্য যুবক মন,

প্রজাপতির পরশ মাখা প্রস্ফুটিত ফুলে,

স্নিগ্ধ ছোঁয়ার প্রশান্তিটুকু রইবে অনুখন।



Rate this content
Log in

Similar bengali poem from Romance