রবি প্রণাম
রবি প্রণাম
আজ ২২ শে শ্রাবণে,
রবি প্রণাম
নিখিল মিত্র ঠাকুর
৮/৮/২৩
সূর্য ওঠা থেকে সূর্যাস্ত প্রতিটি শ্বাস প্রশ্বাসে,
সুখ-দুঃখ,আশা-ভালোবাসা,আস্থা-বিশ্বাসে,
তুমি ছিলে,তুমি আছো,তুমি থাকবে।
তুমিই বিশ্বকবি,তুমিই কবীন্দ্র,তুমিই কবিগুরু,
তোমাতে জীবনের শেষ তোমাতেই হয়ে শুরু,
সারা বিশ্ব সকাল সন্ধ্যা তোমায় ডাকবে।
তুমি গগনের রবি,তুমি মননের রবি,তুমি জীবন,
তুমি বিনা ভাবনা শূণ্য হৃদয় বীণার হয় গো মরণ,
তুমি ছিলে,তুমি আছো,তুমি থাকবে।
তোমার প্রয়াণ,মহা প্রয়াণ,শুধুই দেহের অবসান,
সেটাও বিশ্ব মানবতার কাছে ক্ষতি আপূরণ,
আজ জানাই প্রণাম নত মস্তকে।
