পুরস্কার
পুরস্কার


পৃথিবীর কোনও পুরস্কারই
পরিষ্কার নয়।
তাদের গায়ে লেগে থাকে চ্যাটচেটে তেল
কাদা
পাঁক
গাঢ় অন্ধকার।
আর কী কী থাকে
যাঁরা পুরস্কার পান
তাঁরা জানেন।
আমরা শুধু জানি,
পৃথিবীর কোনও পুরস্কারই
পরিষ্কার নয়।
তাই পুরস্কার পেতে হলে
একটু-আধটু নোংরা ঘাঁটতেই হয়।